যশোরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা

স্টাফ রিপোর্টার।। যশোরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। সরকারি ভাবে ই- সেবার প্রচারণা, তথ্য প্রযুক্তি ব্যবহার করে শিক্ষার গুণগত মান উন্নয়ন, ই-কমার্স ব্যবস্থাপনা এবং তরুণ উদ্ভাবকদের উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটানোর উদ্দেশ্যে নিয়ে সোমবার শহরের ঈদগাহে এ মেলার শুরু হয়।জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সোমবার সন্ধ্যার পর ফিতে কেটে এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী কার্যালয়ের একসেস টু ইনফরমেশন প্রকল্পের প্রকল্প পরিচালক করিম বিন আনোয়ার।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আশরাফ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন দিলীপ কুমার রায় ও অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আনসার উদ্দীন।প্র্রধান অতিথির বক্তব্যে কবির বিন আনোয়ার বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন এদেশের মানুষকে দেখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই স্বপ্ন আজ বাস্তব। এদেশের মানুষ তার সুফল ভোগ করছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্পসহ সব সেক্টরে প্রযুক্তির ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সেবা প্রদান আজ মানুষের দোর গোড়ায় পৌছে গেছে। গ্রামের তৃণমূল মানুষ আজ ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে ৩০ প্রকারের সেবা পাচ্ছে।মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। মেলায় পাঁচটি প্যাভিলিয়নের আওতায় মোট ৬০টি স্টল অংশ নেয়। প্যাভিলিয়ন-১ এর আওতায় রয়েছে- ই-সেবাসমূহ; প্যাভিলিয়ন ২ এ রয়েছে ডিজিটাল সেন্টার, ব্যাংক, ফিনান্সিয়াল; প্যাভিলিয়ন-৩ এ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জেলা ব্রান্ডিং; প্যাভিলিয়ন ৪ এ শিক্ষা এবং প্যাভিলিয়ন-৫ এ রয়েছে তরুণ উদ্ভাবকদের স্টলসমূহ। মেলায় রচনা, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতার আয়োজন রয়েছে এবং প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।