মোঃ নাজমুল ইসলাম তাজ যশোর জেলা প্রতিনিধি: যশোরের কেশবপুরে টি.সি.বির মাল বিতরনের সময় সামাজিক দূরত্ব বজায় রাখতে বলায় এলাকায় সন্ত্রাসী গড ফাদার নামে খ্যাত আজিজুর মেম্বর ও লেবু ঠাকুরের কাছে এম.এ রহমান নামে এক সাংবাদিক শাররীকভাবে লাঞ্চিত হয়েছে।
এ ঘটনায় ঐ সাংবাদিক বাদী হয়ে আজিজুর মেম্বর ও লেবু ঠাকুরের বিরুদ্ধে কেশবপুর থানায় একটি এজাহার দায়ের করেছে।
থানায় এজাহার সূত্রে জানা গেছে, চলতি করোনা ভাইরাসের কারনে বিভিন্ন জায়গায় টি.সি.বির মালামাল বিক্রির অংশ হিসেবে গত বৃহস্পতিবার সকালে ভালুকঘর আজিজিয়া সিনিয়র ডিগ্রী ফাজিল মাদ্রাসার মাঠে টি.সি.বির বিভিন্ন মালামাল বিতরন কালে
দৈনিক আমাদের সময়ের কেশবপুর প্রতিনিধি ও কেশবপুর নিউজকাবের সিনিয়র সহ-সভাপতি এম.এ রহমান সহ আরো ২ জন সাংবাদিক উক্ত স্থানে উপস্থিত হয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে টি.সি.বি কর্তৃপক্ষকে মালামাল বিতরনের জন্য অনুরোধ করে।
এসময় তারা মাল বিতরনের ছবি সংগ্রহ করে। এদিকে একই স্থানে সাতবাড়িয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড ভালুকঘর গ্রামের মেম্বর আজিজুর ওরফে ত্রাস আজিজ, তার একান্ত সহযোগী বারুইহাটি গ্রামের পার্থস্বার্থ রায় চৌধুরী ওরফে লেবু ঠাকুর দালালসহ অজ্ঞাতনামা আরো ৫/৭ জন ব্যক্তি সামাজিক দূরত্ব বজায় না রেখে প্রভাব খাটিয়ে টি.সি.বির মাল নেওয়ার চেষ্টা করে।
এসময় সাংবাদিক রহমান তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতেই তারা ক্ষীপ্ত হয়ে অকথ্য ভাষায় গালাগাল, সাংবাদিককের গোষ্ঠী উদ্ধারসহ তাকে শাররীকভাবে লাঞ্চিত করে এবং জনসম্মুখে ঐ সাংবাদিককে খুন জখমের হুমকী প্রদান করে।
এসময় তারা ঐ সাংবাদিকের হাতে থাকা ১টি টাস মোবাইল যার মূল্য ১৫ হাজার টাকা ও বুক পকেটে থাকা নগদ ১২ হাজার টাকা ছিনিয়ে নেয়। এঘটনায় সাংবাদিক রহমান বাদী হয়ে বুধবার ঐ মেম্বর ও লেবু ঠাকুরের নাম উল্লেখসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে কেশবপুর থানায় একটি এজাহার দায়ের করেছেন।
এ ব্যাপারে সন্ত্রাসী হামলার শিকার সাংবাদিক এম.এ রহমান বলেন, মেম্বর আজিজুর ও লেবু ঠাকুর এলাকার কিছু উঠতি বয়সী যুবকদের নিয়ে একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছে। এই বাহিনীর মাধ্যমে তারা এলাকায় সন্ত্রাসী রাজত্ব কায়েম করে চলেছে। এই বাহিনীর জিম্মিদসা থেকে সাধারন মানুষ পরিত্রান চাই।
তিনি অবিলম্বে এই দুই সন্ত্রাসী গড ফাদারকে গ্রেফতারের জোর দাবি জানিয়েছেন। এব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দীন সাংবাদিকদের জানান, অভিযোগ পেয়েছি এবং তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।