যশোর : যশোরে সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দুজন।
শনিবার দুপুরে যশোর-রাজগঞ্জ সড়কের পিয়ারাতলায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম টপি খাতুন। টপি কেশবপুর উপজেলার সুজাপুর গ্রামের সোহরাব হোসেনের স্ত্রী।
স্বজনরা জানায়, টপি তার স্বামী ও সন্তান নিয়ে মনিরামপুরের ডহর সিঙ্গা গ্রাম থেকে ভাড়াই চালিত মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিলেন। পথে সড়ক দুর্ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটে।
হাসপাতালে দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল রুহুল আমিন জানান, পিয়ারাতলায় চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন টপি খাতুন, তার স্বামী সোহরাব হোসেন ও সন্তান । পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসে।
এ সময় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কল্লোল কুমার সাহা টপি খাতুনকে মৃত ঘোষণা করেন।