যশোর : যশোরে সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরো দুই স্কুলছাত্র।
মঙ্গলবার দুপুরে যশোর-খুলনা মহাসড়কের রূপদিয়া পদ্মাবিলা কানপুকুর নামক স্থানে এই ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্রের নাম শাকিল (১৫)। সে যশোর সদর উপজেলার জিরাট গ্রামের লুৎফর রহমানের ছেলে।
আহতরা হলো একই গ্রামের ইউনুস বিশ্বাসের ছেলে সাঈদ (১৪) ও চাউলিয়া বটতলা এলাকার আব্দুল্লার ছেলে হিমেল (১৫)। হতাহতরা স্থানীয় রূপদিয়া ওয়েলফেয়ার স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে হিমেলের মোটরসাইকেলে ওই তিন শিক্ষার্থী খুলনার দিকে যাচ্ছিল। পথে কানপুকুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শাকিল নিহত হয়।
যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস হোসেন বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলে এক স্কুলছাত্র নিহত ও অপর দুইজন আহত হয়েছে। আহতদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।