যশোর : যশোরে সড়ক দুর্ঘটনায় কলেজ অধ্যক্ষসহ দুজন নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে যশোর-বেনাপোল সড়কের গাজীর দরগাহ ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মনিরামপুর উপজেলার পাঁচপোতা গ্রামের এলাহী বক্সের ছেলে ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুর রাজ্জাক (৫৮) ও ঝিকরগাছা উপজেলার মহাদেবপুর গ্রামের হোসেন আলীর ছেলে রিপন হোসেন (২৪)।
যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ইলিয়াস হোসেন জানান, মঙ্গলবার দুপুরে বাঁকড়া থেকে মোটরসাইকেলে যশোরে আসছিলেন অধ্যক্ষ আবদুর রাজ্জাক ও রিপন হোসেন। তারা গাজীর দরগাহ ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে আবদুর রাজ্জাক নিহত হন। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক রিপন হোসেনকে মৃত ঘোষণা করেন।