যশোর : যশোরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে যশোর-মনিরামপুর সড়কের সুটিকাটা কামালপুর নামক স্থানে ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে নছিমনের সংঘর্ষ হয়।
মনিরামপুর থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ঈগল পরিবহনের সঙ্গে নছিমনের (ইঞ্জিনচালিত ভ্যান) সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন। আহত হয় তিনজন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে।