নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় বিল্লাল হোসেন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।
রোববার দুপুরে শার্শা উপজেলার নাভারণ বাজারে এ দুর্ঘটনা ঘটে। বিল্লাল হোসেন শার্শার কাঠুপাড়া এলাকার সফিকুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিল্লাল মোটরসাইকেলে শার্শার দিকে যাচ্ছিলেন। নাভারণ বাজারে পৌঁছালে একটি পিকআপের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নাভারণ হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ আফজাল হোসেন বলেন, লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।