যশোর : যশোরে হিযবুত তাহরীরের পরোয়ানাভুক্ত এক সদস্যকে আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৬ সদস্যরা।
আটক আবদুস সালাম (৪৫) যশোর সদর শহরের ধর্মতলা মোড় এলাকার মোহর আলীর ছেলে।
শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
র্যাব বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার দুপুরে র্যাব-৬, যশোর ক্যাম্পের মেজর আব্দুল্লাহ আল মেহেদীর নেতৃত্বে র্যাব সদস্যরা যশোর শহরের ধর্মতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর সক্রিয় সদস্য আবদুস সালাম (৪৫) আটক করেছে।
তার বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মামলা মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।