
নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোরে ২০টি সোনার বারসহ টিটু বিশ্বাস নামে এক পশু চিকিৎসককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার রাতে বেনাপোলের গাতিপাড়া সীমান্ত থেকে তাকে আটক করা হয়। টিটু বিশ্বাস বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের আলাউদ্দিন বিশ্বাসের ছেলে। উদ্ধারকৃত সোনার ওজন দুই কেজি ৩৪০ গ্রাম।
২১ বিজিবির দৌলতপুর ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার সাইফুল ইসলাম জানান, টিটু বিশ্বাস বেনাপোল থেকে মোটরসাইকেলে সোনা পাচারের উদ্দেশ্যে পুটখালির দিকে যাচ্ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে বিজিবি সদস্যরা গাতিপাড়া সড়কে টিটুকে আটক করেন। পরে তার কাছ থেকে ২০টি সোনার বার উদ্ধার করে।