যশোরে ৫২ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোরে ৫২ হাজার পিস ইয়াবাসহ মনিরুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার সকালে যশোরে ঝিকরগাছা উপজেলার গদখালি বাজারের পাশ থেকে তাকে আটক করা হয়।

ডিবির ওসি ইমাউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একাধিক দল ঘটনাস্থলে যায়। তখন ১০/১২ মাদক ব্যবসায়ী আমাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। নিজেদের রক্ষার জন্যে পুলিশ দুরাউন্ড ফাঁকা গুলি করে। অন্যরা পালিয়ে গেলেও মাদকের ডিলার মনিরুলকে আটক এবং তার হেফাজত থেকে ৫২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।