নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোর জেলার ১ হাজার ১৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শহীদ মিনার নেই ৮৮৫টিতে। অথচ সরকারিভাবে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করার নির্দেশনা রয়েছে।
যশোরের অনেক প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার না থাকায় ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে পারছে না শিক্ষার্থীরা। তবে কিছু কিছু বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদের নিয়ে দূরে গিয়ে কোনো শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জানান।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, অভয়নগরে ১১৬টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শহীদ মিনার নেই ৫০টি বিদ্যালয়ে, কেশবপুরের ১৫১টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শহীদ মিনার নেই ১৪০টি বিদ্যালয়ে, মণিরামপুরের ২৬৬টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে নেই ২৫০টিতে, চৌগাছায় ১৩৯টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে নেই ১০০টিতে, ঝিকরগাছায় ১৩১টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে নেই ২০টি বিদ্যালয়ে, বাঘারপাড়ার ১০২টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে নেই ৯টি বিদ্যালয়ে, সদর উপজেলার ২৫০টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২৪৩টিতে ও শার্শায় ১২৬টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শহীদ মিনার নেই ৩০টি বিদ্যালয়ে।
সদর উপজেলার উপশহর এলাকার শহিদ স্মরণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাদ হোসেন জানান, তার বিদ্যালয়ে শহীদ মিনার না থাকায় শিক্ষার্থীদের নিয়ে আধা কিলোমিটার দূরের একটি মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে শ্রদ্ধাঞ্জলি দেন। পরে বিদ্যালয়ে ভাষা দিবস উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
বাঘারপাড়া উপজেলার দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিরিন পারভীন জানান, তার বিদ্যালয়ে শহীদ মিনার নেই। তবে ভাষা আন্দোলন বিষয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার অধিকারী বলেন, সরকারিভাবে প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয় না। তাই শহীদ মিনার নির্মাণ করা যায়নি।