নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোর শহরের জমাদ্দারপাড়া থেকে অজ্ঞাতনামা এক শিশুর (১১) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল ৮টার দিকে জমাদ্দারপাড়ার রেললাইনের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার গায়ে পাঞ্জাবি ও পাজামা এবং মাথায় টুপি ছিল। পোশাক দেখে ধারণা করা হচ্ছে সে মাদ্রাসায় পড়াশোনা করত।
যশোর রেলওয়ে পুলিশের এসআই ইদ্রিস আলী জানান, স্থানীয় লোকদের দেওয়া তথ্যের ভিত্তিতে সকাল সোয়া ৯টার দিকে ঘটনাস্থল থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি রেললাইনের পাশে পড়ে ছিল। কী কারণে তার মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্ত ছাড়া বলা যাচ্ছে না।