যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় এক হিউম্যান হলার চালক নিহত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় সড়ক দুর্ঘটনায় ইমরান হোসেন (২২) নামে এক হিউম্যান হলার চালক নিহত হয়েছেন।

সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কাজলার ফাতেমা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় ইমরানকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। রাত সাড়ে ৪টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু ‍মিয়া জানান, রাতে ইমরান তার গাড়িতে গ্যাস নেওয়ার জন্য ফাতেমা ফিলিং স্টেশনের সামনে দাঁড়ান। এ সময় পেছন থেকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। পরে ঘটনাস্থল থেকে ওই গাড়ির চালক সাদ্দাম হোসেন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

লাশ ঢামেক মর্গে রয়েছে। কাভার্ড ভ্যানের চালক যাত্রাবাড়ী থানায় আটক রয়েছে।