যাত্রাবাড়ীতে ৪৪ কেজি গাঁজাসহ ৩ মাদক বিক্রেতাকে আটক

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৪৪ কেজি গাঁজাসহ ৩ মাদক বিক্রেতাকে আটক করেছেে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। মঙ্গলবার (২৭ জুলাই) ভোরে যাত্রাবাড়ীর রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় একটি পিকআপসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কবির (৩২), সাইফুদ্দিন (৩০) ও কাউছার (২৮)। এসময় তাদের কাছ থেকে থেকে ৩টি মোবাইল ফোন ও নগদ ১৪ হাজার ৬০ টাকা উদ্ধার করা হয়। র‌্যাব-১০ এর সহকারী পরিচালক এএসপি এনায়েত কবীর সোয়েব জানান, রায়েরবাগ এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপের পেছনে রাখা ক্যারট থেকে ৪৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তিনজন মাদক বিক্রেতাকে আটক করা হয়।

আটকরা পেশাদার মাদক বিক্রেতা। তারা বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।