যাত্রাবাড়ী থানার হত্যা ও অপহরণ মামলায় জড়িত তিনজনকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : যাত্রাবাড়ী থানার হত্যা ও অপহরণ মামলায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার পুলিশ এ তথ্য জানায়।

ডিএমপির গণমাধ্যম শাখার প্রধান মো. মাসুদুর রহমান বলেন, গত ১ আগস্ট যাত্রাবাড়ী এলাকা থেকে রফিকুল ইসলাম রুবেল (৩০) নামে এক ব্যক্তিকে অপহরণ করা হয়। পরদিন নেত্রকোনা থেকে রুবেলের লাশ উদ্ধার করে পুলিশ। এরপর সোমবার রাতে সিলেট ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা হলেন- মোজাম্মেল হোসেন, তার স্ত্রী ঝুমা ও তাদের মামাতো ভাই জাকিরুল হোসেন। গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ অপহরণকারী চক্রের সদস্য।