নিজস্ব প্রতিবেদক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আগত মোর্শেদ নামের এক যাত্রীর রেক্টামে আটটি স্বর্ণবারের অস্তিত্ব পেয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
সোমবার সকাল ১০টায় এয়ার এরাবিয়ার জি৯৫১৭ ফ্লাইট যোগে ঢাকায় আসেন ওই যাত্রী।
ওই যাত্রীর নাম মোহাম্মদ মোর্শেদ হোসেন (৩০)। তার বাড়ি চট্টগ্রামের হাটহাজারীতে। বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাকে আটক করা হয়েছে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘শারজাহ থেকে আগত ওই যাত্রীকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তার রেক্টামে আটটি স্বর্ণবার থাকার কথা স্বীকার করেছেন। বিশেষ ব্যবস্থায় এই স্বর্ণ বের করার প্রক্রিয়া চলছে। এ বিষয়ে বিস্তরিত পরে জানানো হবে।’
প্রসঙ্গত, রেক্টাম হলো মানুষের শরীরের বৃহদান্ত্রের শেষ অংশ যা মলদ্বারের কাছে অবস্থিত।