যানজট নেই পাটুরিয়া ফেরিঘাটে

মানিকগঞ্জ প্রতিনিধি : ঈদে ঘরে ফেরা মানুষের চাপ কিছুটা কমে যাওয়ায় সোমবার সকাল থেকে যানজটমুক্ত পাটুরিয়া ফেরি ঘাট।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, সকাল থেকেই পাটুরিয়া ঘাটে যানবাহনের চাপ কমে গেছে। বাসগুলোকে ঘাটে দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হচ্ছে না। আসা মাত্রই গাড়িগুলো পার করে দেওয়া হচ্ছে।

তবে, রোববার রাত ১০টার দিকে স্রোতের কারণে দৌলতদিয়া ২ ও ৩ নম্বর ফেরিঘাট বিলীন হয়ে গেছে। ঘাট দুটি মেরামতে কাজ চলছে। বর্তমানে ১৬টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।