যানবাহন বন্ধের ঘোষণা দিয়েছে বিশ্বের চারটি প্রধান শহর

আন্তর্জাতিক ডেস্ক : ২০২৫ সালের মধ্যে সব ডিজেলচালিত যানবাহন বন্ধের ঘোষণা দিয়েছে বিশ্বের চারটি প্রধান শহর।

দুটি মহাদেশের এই প্রধান চারটি শহর হলো- ইউরোপের প্যারিস, মাদ্রিদ, এথেন্স এবং উত্তর আমেরিকার মেক্সিকো সিটি।

সম্প্রতি মেক্সিকো সিটিতে ওই চার শহরের মেয়র একত্রিত হয়ে এ যৌথঘোষণা দেন। ‘২০১৬ সি৪০ মেয়র সামিট’ এর অংশ হিসেবে এ ঘোষণা দেওয়া হয়। জলবায়ু পরিবর্তনসম্পর্কিত দ্বিবার্ষিক এই বৈঠকে বিশ্বের ৮০টিরও বেশি বড় শহরের মেয়র অংশ নিচ্ছেন।

বৈশ্বিক উষ্ণতার বিপক্ষে লড়াই এবং বাসিন্দাদের স্বাস্থ্যের উন্নতির লক্ষ্যে ওই শহরগুলোতে বায়ুদূষণ কমিয়ে আনার লক্ষ্যেই এ ঘোষণা দেওয়া হয়েছে।

প্যারিসের মেয়র অ্যান হিদালগো বলেন, ‘আজ, আমরা একসঙ্গে দাঁড়িয়ে বলতে চাই যে, আমরা বায়ুদূষণ এবং এর ফলে সৃষ্ট স্বাস্থ্যসমস্যা ও মৃত্যু আর সহ্য করব না- বিশেষত আমাদের নাজুক শহরগুলোতে।’

তিনি আরো বলেন, ‘বায়ুদূষণের মতো বড় সমস্যাগুলো রোধে সাহসী পদক্ষেপ দরকার। আমরা গাড়ি ও বাস প্রস্তুতকারক কোম্পানিগুলোকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।’

এথেন্সের মেয়র গিয়র্গস কামিনিস আরো এক ধাপ এগিয়ে বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে এথেন্সের কেন্দ্র থেকে আগামী বছরগুলোতে গাড়ি একেবারে উঠিয়ে দেওয়া।’

ওই চার মেয়র পরিবেশবান্ধব যানবাহন তৈরি যেমন গণপরিবহন, বাইসাইকেল প্রস্তুত ও হাঁটার পথ নির্মাণসহ নানা ধরনের প্রতিশ্রুতি নেন।

উল্লেখ্য, ডিজলচালিত যানবাহন থেকে কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন অক্সাইডসহ নানা পরিবেশ দূষণকারী গ্যাস নির্গত হয়।