যারা গুম হয়েছে তারা স্বেচ্ছায় পলাতক কিংবা আত্মগোপনে আছে

নিজস্ব প্রতিবেদক : যারা গুম হয়েছে তারা স্বেচ্ছায় পলাতক কিংবা আত্মগোপনে আছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেছেন, ‘যারা গুম হয়েছে তারা স্বেচ্ছায় পলাতক কিংবা আত্মগোপনে আছে। তবে তাদের খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত অব্যাহত রেখেছে।’

রোববার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের এক অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

‘শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠান শেষে মন্ত্রী বলেন, ‘দেশে গুম বলতে কোনো শব্দ নেই। যারা গুম হচ্ছেন তারা হয় স্বেচ্ছায় পলাতক নতুবা আত্মগোপনে রয়েছেন। আবার দেখা গেছে তারা ফিরেও এসেছেন। পারিবারিক বা অন্য কোনো কারণে অনেকে স্বেচ্ছায় আত্মগোপনে থাকেন। তারপরও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে, যারা নিখোঁজ রয়েছেন তাদের খুঁজে বের করতে।’

অপর এক প্রশ্নে মন্ত্রী বলেন, ‘নব্য জেএমবির নেতা জিয়াসহ যেসব জঙ্গি আত্মসমর্পণ করেননি তাদের ধরতে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে। খুব শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে। নজরদারিও অব্যাহত আছে।’

জঙ্গিরা কোণঠাসা হয়ে পড়েছে বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী।