আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের ম্যানেচেস্টারে এক বাংলাদেশি ইমাম হত্যা মামলায় যুক্ত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
ইমাম জালাল উদ্দিনকে হত্যার অভিযোগ প্রমাণিত হয় মো. হোসেন সাঈদীর বিরুদ্ধে।
আদালতের রায়ে বলা হয়েছে, বিভিন্ন রোগ থেকে মুক্তির জন্য ইমাম জালাল উদ্দীন তাবিজ (৭১) দিতেন। বিষয়টিকে ইসলামের চোখে ঘৃণ্য কাজ উল্লেখ করে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ছাড়া এ হত্যাকাণ্ডের পেছনে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) উগ্রবাদী আদর্শ দায়ী বলে মনে করা হচ্ছে।
এ বছরের ফেব্রুয়ারি মাসে ম্যানচেস্টারের রচডেলের একটি শিশু পার্কে হামলার শিকার হন জালাল উদ্দীন। তার শরীরের বিভিন্ন অংশে, বিশেষ করে মাথা ও মুখে জখমের চিহ্ন পাওয়া যায়।
আদালত জানান, ইমাম জালাল উদ্দীন নামাজ আদায়ের পর মসজিদ থেকে এক বন্ধুর বাড়িতে যান। সেখান থেকে হেঁটে বাড়ি ফেরার পথে তার ওপর হামলা চালানো হয়।
জালাল উদ্দীন হত্যাকাণ্ডের মামলা তদন্তের সময় গোয়েন্দারা সাঈদীকে তার রচডেলের বাসা থেকে গ্রেপ্তার করে। তার মুঠোফোন থেকে জালাল উদ্দীনের মৃত্যুর দৃশ্য উদ্ধার করা হয়। এ সময় সাঈদীর বাসায় জঙ্গিগোষ্ঠী আইএসের পক্ষের বেশ কিছু প্রচারপত্র পাওয়া যায়।
প্রায় ১৫ বছর আগে জালাল উদ্দীন যুক্তরাজ্যে যান। সেখানে তিনি তাবিজ দেওয়ায় বেশ জনপ্রিয় হয়ে ওঠেন।
তথ্যসূত্র : বিবিসি।