যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শীতকালীন ঝড়ে ১৭ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : শীতকালীন ঝড়ে বোস্টনে ১৮ ইঞ্চি পর্যন্ত বরফ জমেছে। এদিকে একই সময় উপকূলীয় অঞ্চলে বন্যা ছড়িয়ে পড়েছে।
যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শীতকালীন ঝড়ে ১৭ জন নিহত হয়েছে। তুষারাবৃত থাকার কারণে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে প্রায় ৪ হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে।

‘বোমা ঘূর্ণিঝড়’ নামে পরিচিত এ ঝড় সপ্তাহের শেষ পর্যন্ত উত্তর-পূর্বাঞ্চলে থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। যেহেতু হিমায়িত বাতাস উত্তর মেরুর ওপর দিয়ে মধ্য-আটলান্টিক অঞ্চলের দিকে বয়ে যাচ্ছে, তাই তুষারপাত শেষ হলে তাপমাত্রা কমে যাবে বলেও জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ওই অঞ্চলে শুক্রবার ও শনিবার সবচেয়ে কম তাপমাত্রার রেকর্ড গড়তে পারে।