আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনায় এক কিশোর ছেলের গুলিতে প্রাণ গেল বাবার।
বাবাকে গুলি করে একটি প্রাইমারি স্কুলে ঢুকে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে সে। এ সময় দুজন শিক্ষার্থী ও এক শিক্ষক আহত হন।
বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
সাউথ ক্যারোলাইনার টাউনভিল এলিমেন্টারি স্কুলে বুধবার এ ঘটনা ঘটে। হামলাকারী কিশোরকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, বন্দুকধারী কিশোর এক শিশু শিক্ষার্থীর পায়ে ও আরেকজনের পায়ের পাতায় গুলি করে। শিক্ষিকার গুলি লাগে ঘাড়ে।
সন্ত্রাসী বা জাতিগত বিদ্বেষের সঙ্গে এ হামলার কোনো সম্পর্ক নেই বলে মনে করছে পুলিশ। বিষয়টি তদন্ত করছে তারা।
ক্যাপ্টেন গারল্যান্ড মেজর জানিয়েছেন, নিজেদের বাড়িতে ৪৭ বছর বয়সি বাবাকে গুলি করে হামলাকারী। এরপর প্রায় ২ কিলোমিটার দূরে স্কুলে ঢুকে হামলা চালায় সে। হামলাকারী কিশোরের নাম প্রকাশ করা হয়নি।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী বন্দুক হামলা
১। ওয়াশিংটনে এক বন্দুকধারীর হামলায় নিহত হয় চারজন।
২। হাউস্টনে বন্দুক হামলায় আহত হয় নয়জন।
৩। ইলিনয় বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলায় একজন নিহত ও চারজন আহত হয়।
উল্লেখ্য, মাস শুটিং ট্রাকার নামে একটি প্রতিষ্ঠানের হিসাবমতে, যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে প্রায় একটি করে বন্দুক হামলা হয়।