আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যে হামলার এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।
কর্মকর্তারা জানিয়েছেন, আটক তরুণের নাম আরকান সেটিন, বয়স ২০ বছর। ওক হারবারের বাসিন্দা তিনি। সেটিনের জন্ম তুরস্কে, তবে তিনি যুক্তরাষ্ট্রের বৈধ নাগরিক।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওক হারবার থেকে তাকে আটক করা হয়। বার্লিংটনের যে শপিং মলে হামলা হয়, তার দক্ষিণ-পশ্চিমে ওক হারবারের অবস্থান।
বিবিসি অনলাইনের এক খবরে রোববার এ তথ্য জানানো হয়েছে।
শুক্রবার বার্লিংটনের ক্যাসকেইড শপিং মলের ম্যাকি স্টোরে হামলা চালায় বন্দুকধারী। এতে ঘটনাস্থলে মারা যান চারজন। চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) জানিয়েছে, এ হামলার সঙ্গে সন্ত্রাসের কোনো যোগসূত্র নেই।
স্কাগিট কাউন্টির জরুরি ব্যবস্থাপনা বিভাগ সন্দেহভাজন হামলাকারীর আটকের বিষয়টি টুইটারে নিশ্চিত করেছে। হামলার পর ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। সন্দেহভাজন হামলাকারীর একটি ছবি প্রকাশ করা হয়।
হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো কিছু জানতে পারেনি পুলিশ। হামলায় নিহতদের মধ্যে চারজন নারী ও একজন পুরুষ।