আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যাত্রীবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অর্ধশতাধিক। স্থানীয় সময় শনিবার রাতে লং আইল্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
লং আইল্যান্ড রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় রাত ৯টার দিকে নিউ ইয়র্কের নিউ হাইড পার্কের পূর্বে ট্রেনটির প্রথম তিনটি বগি লাইনচ্যুত হয়ে যায়। দুর্ঘটনার পরপর ট্রেনটির ইঞ্জিনে আগুন ধরে যায়।
নাসাউ কাউন্টির পুলিশের মুখপাত্র জানিয়েছেন, ৫০ থেকে ১০০ জন লোক আহত হয়েছে। অনেককেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ২৯ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রিউ কুয়োমো জানিয়েছেন, ১২ বগির ট্রেনটিতে প্রায় ৬০০ জন যাত্রী ছিল। আহতদের মধ্যে যারা গুরুতর, তাদের হাড় ভেঙে গেছে।