যুক্তরাষ্ট্রে আবারও বাড়লো দৈনিক মৃত্যুহার

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে করোনায় দৈনিক গড়ে ২ হাজারের মতো মানুষ মারা যাচ্ছে। ব্যাপক মাত্রার ওই মৃত্যুহার কমছিলই না। এরই মাঝে গত রোববার (১০ মে) ও সোমবার (১১ মে) পরপর দু’দিনই দেশটিতে করোনায় ১ হাজারেরও কম মানুষের মৃত্যু হয়। সেটি যেন মৃত্যুহার কমার আভাস হয়ে দেখা দিচ্ছিল। কিন্তু একদিনের মাথায় সেই আশাবাদে আবারও হতাশার মেঘ ভর করেছে।

শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় দৈনিক মৃত্যুহার আবারও লাফ দিয়ে প্রায় ২ হাজারের কাছাকাছি চলে গেছে।

বুধবার (১৩ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি থেকে এ তথ্য জানা যায়।

স্থানীয় সময় মঙ্গলবার (১২ মে) রাত সাড়ে ৮টার দিকে মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় জনস হপকিন্স জানায়, সরকারি হিসেবে শেষ ২৪ ঘণ্টায় মার্কিন মুল্লুকে করোনায় নতুন করে আরও ১ হাজার ৮৯৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৮২ হাজার ৩৩৯ জন। সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য মতে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ১৪ লাখ ৮ হাজারেরও বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সেরে উঠেছেন প্রায় ৩ লাখ। এছাড়া ১৬ হাজার ৫শ’র মতো রোগী গুরুতর অবস্থায় আছেন।

ওয়ার্ল্ডোমিটার সূত্রে আরও জানা যায়, এখন পর্যন্ত বিশ্বব্যাপী ৪৩ লাখ ৪২ হাজারেরও বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে প্রায় ২ লাখ ৯৩ হাজার মানুষের মৃত্যু হয়েছে। সেরে উঠেছেন প্রায় ১৬ লাখ ২৫ হাজার মানুষ।