আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে এক ব্যক্তি ছুরি দিয়ে হামলা চালিয়ে কমপক্ষে আটজনকে আহত করেছেন।
মিনেসোটা রাজ্যের একটি শপিং মলে স্থানীয় সময় শনিবার রাতে এ হামলার ঘটনা ঘটে। পুলিশের গুলিতে নিহত হয়েছেন হামলাকারী।
বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
মিনেয়াপলিসের উত্তর-পশ্চিমে ১১০ কিলোমিটার দূরে সেন্ট ক্লাউডের একটি শপিং মলে এ হামলার ঘটনা ঘটে। হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে কারো অবস্থা আশঙ্কাজনক নয়।
সন্দেহভাজন হামলাকারী নিরাপত্তারক্ষীদের গুলিতে নিহত হওয়ার আগে সম্ভবত ‘আল্লাহ’ বলেছিলেন। সেন্ট ক্লাউডের পুলিশপ্রধান জানিয়েছেন, দায়িত্বে না থাকা একজন পুলিশ কর্মকর্তা সন্দেহভাজনকে গুলি করেন এবং এতে তার মৃত্যু হয়।
হামলাকারী অন্তত একজনকে জিজ্ঞাসা করেছিলেন, তিনি মুসলিম কি না। তবে পুলিশ এখনো নিশ্চিত নয়, এ হামলায় একজন নাকি একাধিক ব্যক্তি জড়িত ছিলেন।
হামলার কারণ সম্পর্কে এখনো পরিষ্কার হতে পারেনি পুলিশ।