যুক্তরাষ্ট্রে করোনায় আরও ১ হাজার ৭৬১ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে একদিনে মৃত্যু হয়েছে ১ হাজার ৭৬১ জনের। একই সময়ে আক্রান্ত হয়েছেন এক লাখ ৭১ হাজারের বেশি মানুষ।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ১৭ লাখ ৪১ হাজারের বেশি মানুষের। এছাড়া মৃত্যু হয়েছে ৬ লাখ ৭৭ হাজার ১৭ জনের।