আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে কেনেডি মহাকাশকেন্দ্রে উৎক্ষেপণ পাটাতনে বিকট শব্দে বিস্ফোরণ হয়েছে।
বৃহস্পতিবার মহাকাশযান নির্মাতা কোম্পানি স্পেসএক্স একটি রকেট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছিল সেখানে। এ অবস্থায় বিস্ফোরণ হয়।
বিবিসি অনলাইনের ব্রেকিং নিউজে এ তথ্য জানানো হয়েছে।
বিস্ফোরণের কারণ জানা যায়নি। হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি। কেনেডি স্পেস সেন্টার থেকে বিশাল ধোয়ার কুন্ডলী উড়তে দেখা গেছে।
ফ্যালকন-৯ রকেটের মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রসদ সরবরাহ করে থাকে স্পেসএক্স।