‘যুদ্ধই মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ’

আন্তর্জাতিক ডেস্কঃ আঞ্চলিক ক্ষমতাধর দেশগুলোর অংশগ্রহণে একটি বড় সংঘর্ষের মাধ্যমেই কেবল মধ্যপ্রাচ্যে শান্তি অর্জিত হবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ।

বৃহস্পতিবার নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

মেদভেদেভ বর্তমানে রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি ইসরাইল ও ইরানের পাশাপাশি মধ্যপ্রাচ্যে এবং এর বাইরে তাদের অংশীদার ও মিত্রদের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কথা গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। মধ্যপ্রাচ্যের চলমান সংকটের জন্য তিনি যুক্তরাষ্ট্রকেই মূল দায়ী বলে চিহ্নিত করেন।

মেদভেদেভ তার পোস্টে বলেন, ‘মধ্যপ্রাচ্যে কোমর শক্ত হচ্ছে। নিরীহ প্রাণ হারানোর জন্য আমি দুঃখিত। ইসরাইল নিতান্তই যুক্তরাষ্ট্রর একটি জঘন্য জিম্মি-রাষ্ট্র। তবে এটা সবার কাছে স্পষ্ট যে, এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায় হলো একটি পূর্ণাঙ্গ যুদ্ধ।’

সম্প্রতি হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার গুপ্তহত্যার পর মেদভেদেভ এসব কথা বললেন। এ হত্যাকাণ্ডের জন্য ইরান এবং হামাস ইসরাইলকেই দায়ী ঘোষণা করেছে। সূত্র: তাসনিম নিউজ