যে লক্ষ্যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সে লক্ষ্য আজ বাস্তবায়িত হচ্ছে

ঝালকাঠি প্রতিনিধি : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, যে লক্ষ্যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সে লক্ষ্য আজ বাস্তবায়িত হচ্ছে। বাংলাদেশের প্রতিটি পরিবার আজ আত্মনির্ভরশীল হচ্ছে। পায়রা বন্দর ও পদ্মা সেতুকে কেন্দ্র করে দেশে শিল্পায়ন হবে। সারা দুনিয়ার মানুষ পায়রা বন্দরে বিনিয়োগ করবে। পয়রা বন্দরে শিল্পায়নের জন্য ইতিমধ্যেই জাপান ও চীন হাজার হাজার একর জমি চাচ্ছে।

শনিবার দুপুরে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের মাদ্রাসার মাঠে একটি বাড়ি একটি খামার প্রকল্প ও পল্লি সঞ্চয় ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জেসমিন আক্তারের সভাপতিত্বে ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউনুস লস্কর, জেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি ছিদ্দিকুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।