
নিজস্ব প্রতিবেদক : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, যে সব গ্রামে বিদ্যুৎ পৌঁছেনি সে সবের তালিকা করা হয়েছে। এ তালিকা থেকে ৩ হাজার পারিবারকে বিনামূল্যে সোলার প্যানেল দেওয়া হবে।
শুক্রবার দুপুরে রাজধানীর বিদ্যুৎ ভবনে ৫ম জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি ক্যাম্প-২০১৬ উপলক্ষে জাতীয় পর্যায়ে টিওসি কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘অদম্য বাংলাদেশ স্লোগানে আগামী ৭ ডিসেম্বর থেকে বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ মেলা শুরু হবে। এ মেলা থেকে যে আয় হবে তার একটি অংশ থেকে যে সব গ্রামে বিদ্যুৎ পৌঁছায়নি সে সব গ্রামের ৩ হাজার পরিবারকে বিনামূল্যে সোলার প্যানেল দেওয়া হবে।’
তিনি আরো বলেন, ‘সেবা প্রদানকারি প্রতিষ্ঠানগুলোকে সেবা নিয়ে গ্রাহকদের কাছে যেতে হবে। পাশাপাশি সাশ্রয়ী মূল্যে সংযোগ দেওয়ার চেষ্টাও করতে হবে।’
পঞ্চম জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি ক্যাম্প বাস্তবায়ন কমিটির মহাসচিব মোহাম্মদ হোসাইন সভায় সভাপতিত্ব করেন। এসময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জাকির হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।