
সিলেট সংবাদদাতা : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঘুরতে এসে যৌন হয়রানি ও মারধরের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিয়েছেন বিচারক সহকারী জেলা জজ তাসলিমা শারমিন।
আজ বৃহস্পতিবার সকালে সিলেট নারী ও শিশু নির্যাতন দমন আদালতে তিনি এ প্রতিবেদন দাখিল করেন। গত ১২ এপ্রিল তিনজনের নামোল্লেখ করে পাঁচজনকে আসামি করে এই আদালতে মামলা করেন যৌন হয়রানি ও মারধরের শিকার মেয়েটির মা মাহমুদা খানম। সেদিনই বিচারক মোহিতুল হক মামলাটি আমলে নিয়ে এই বিষয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন।
প্রতিবেদনে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিবন চক্রবর্তী পার্থ এবং আরো দুইজনকে অভিযুক্ত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ‘সঞ্জিবন চক্রবর্তী পার্থর সহযোগিতায় ছাত্রলীগ কর্মী সাজ্জাদ রিয়াদ ও মাহমুদুল হক রুদ্র সরাসরি ঘটনায় জড়িত ছিলেন।’
বাদীপক্ষের আইনজীবী মশরুর চৌধুরী শওকত আদালতে বিচারবিভাগীয় তদন্ত প্রতিবেদন দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন।
সিলেটের পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেওয়া ওই ছাত্রী গত ৪ এপ্রিল বিকেলে তার ফুফাত ভাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেড়াতে যায়। এ সময় শহীদ মিনার এলাকায় ছাত্রলীগের কয়েকজন কর্মী তাকে উত্ত্যক্ত করার পাশাপাশি শারীরিকভাবে লাঞ্ছিত করেন। বিশ্ববিদ্যালয়ের দুই সাংবাদিক এর প্রতিবাদ করলে তাদের ওপর হামলা চালান বিবাদীরা। হামলায় আহত হন ডেইলি অবজারভারের সিলেট প্রতিনিধি সরদার আব্বাস ও দৈনিক সকালের খবরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সৈয়দ নবীউল আলম দিপু।