রংপুরে এক পত্রিকা বিক্রেতাকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক রংপুর : রংপুরে বাবু মিয়া নামে এক পত্রিকা বিক্রেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার রাত ১১টার দিকে সদর উপজেলার বাহারকাছনা এলাকার একটি মাঠে এ ঘটনা ঘটে। বাবু মিয়া সদর উপজেলার বাহারকাছনা এলাকার মনির মিয়ার ছেলে।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল ইসলাম বলেন, বাবু মিয়া কাজের ফাঁকে পত্রিকা বিক্রি করতেন। রাতে বাড়ি থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে জমিতে ধান পাহারা দিতে যান। সেখানে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। পরে এলাকার লোকজন সেখানে গিয়ে তাকে মৃত্যু অবস্থায় দেখে পুলিশে খবর দেন।

তিনি আরো বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে।