
নিজস্ব প্রতিবেদক, রংপুর : রংপুর মহানগর জামায়াতের আমির মাহবুবুর রহমান বেলালসহ ২ জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তাদের বিরুদ্ধে নাশকতাসহ থানায় একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তারা পলাতক ছিলেন।
বৃহস্পতিবার সকালে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালি থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম জানান, বিশৃংখলা সৃষ্টিসহ নানা ধরনের নাশকতার সঙ্গে জড়িত ছিলেন মহানগর জামায়াতের আমির মাহবুবুর রহমান বেলাল ও মহানগরের অন্যতম নেতা শফিকুল ইসলাম। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একাধিক মামলাও আছে। এরপর থেকে তারা আত্মগোপনে চলে যায়।
গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ কামারপাড়া এলাকায় বেলালের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় শফিকুল ইসলামকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।