নিজস্ব প্রতিবেদক,রংপুর : রংপুরের তারাগঞ্জে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার চিকলি দোয়ানী পাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
লাশের ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ জানান, লাশের গলা, মাথা এবং শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।এ বিষয়ে একটি হত্যা মামলা করা হয়েছে।