রংপুরে শিশু অপহরণকারী সন্দেহে এক নারীকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রংপুর : রংপুরে শিশু অপহরণকারী সন্দেহে এক নারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় অপহৃত তিন শিশুকে উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার দুপুরে রংপুর নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের ফতেপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে লাইজু বেগমকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, সকালে ফতেপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আসে তৃতীয় শ্রেণীর ছাত্রী আদরীন আক্তার আঁখি (০৮), মিতু আক্তার মিম (০৮), হ্যাপি আক্তার হাবিব (০৮)। তারা স্কুল থেকে বের হলে মিঠাপুকুর উপজেলার পদাগঞ্জ বকসি গ্রামের আক্কাস আলীর স্ত্রী লাইজু বেগম কৌশলে তাদের অপহরণের চেষ্টা করেন।

এ সময় র‌্যাব-১৩ রংপুর এর সিপিএসসি ক্যাম্পের একটি দল অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে লাইজু বেগমকে গ্রেপ্তার করেন। নজরুল ইসলাম জানান, এ ব্যাপারে কোতোয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।