রংপুর অঞ্চলের ভূমিহীনদের পূনবার্সনে  জরুরী গুচ্ছগ্রাম নির্মাণের তাগিদ

আল-আমিন,নীলফামারীঃ বৃহত্তর রংপুর অঞ্চলের ভূমিহীন, গৃহহীন ও নদী ভাঙ্গা পরিবারদের পুনর্বাসনের জন্য জরুরী ভিত্তিতে গুচ্ছগ্রাম নিমার্ণের দাবি উঠেছে।
গুচ্ছগ্রাম-৩য় পর্যায় (সিভিআরপি) প্রকল্পের আওতায় খাসজমিতে রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার ৩৫টি উপজেলার ভূমিহীন, গৃহহীন ও নদী ভাঙ্গা পরিবারদের স্থায়ী ভাবে পূনবার্সনের জন্য গুচ্ছগ্রাম প্রতিষ্ঠার এ দাবি জোড়ালো হয়ে উঠেছে।
এব্যাপারে বৃহত্তর রংপুর ভূমিহীন পূনবার্সন সমবায় সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আবু তাহের খন্দকার নীলফামারী জেলা প্রশাসকের কাছে সহযোগিতা কামনা করে প্রস্তাবনা প্রেরণের জন্য আবেদন করেছেন।