বিনোদন প্রতিবেদক : গত কয়েকদিন ধরে পাবনায় ‘রংবাজ’ সিনেমার শুটিং করছেন দেশ সেরা চিত্রনায়ক শাকিব খান। আজ, ২৭ এপ্রিল হঠাৎ শামীম আহমেদ রনি পরিচালিত সিনেমাটির শুটিং চলাকালে সেটে পুলিশ হাজির হয়। তবে সে সময় শাকিব খান সেটে ছিলেন না বলে জানান রনি।
ভারতীয় অভিনেতা রজতাভ দত্তের ওয়ার্ক পারমিট নেই বলে অভিযোগ নিয়ে পুলিশ সেটে যান এবং তাকে নিয়ে কাজ না করার অনুরোধ করেন। এদিকে রজতাভ দত্তের শুটিং ছিল বৃহস্পতিবার পর্যন্ত। শুটিং শেষ করে আজ সকালে তিনি দেশে চলে যান।
এদিকে শাকিবের উপর নিষেধাজ্ঞা জারি করে পরিচালক সমিতির পাঠানো চিঠি বৃহস্পতিবার দুপুরে হাতে পেয়েছেন রনি। ইতোমধ্যেই তিনি তার জবাব সমিতিতে পাঠিয়ে দিয়েছেন বলে জানা যায়।
রংধনু চলচ্চিত্র ও শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত ‘রংবাজ’-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন বুবলি। সিনেমাটি ঈদুল ফিতরে মুক্তি পাবে।