রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা টঙ্গীতে জোর পূর্বক জমি দখলের অভিযোগ

অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধিঃ টঙ্গীর পাগাড় পাঠান পাড়া এলাকায় প্রায় ২৬ শতাংশ জমি জোর পূর্বক দখলের অভিযোগ পাওয়া গেছে। এতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুর্হুতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেনএলাকাবাসী।
জমির মালিক জালাল পাঠান জানান, পাগাড় মৌজার এসএ ও সিএস-২১৮, আরএস খতিয়ান-৩৭, ৪৩০ নং দাগে ২৫.৩৩ শতাংশ জমি পত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে ভোগ দখল করে আসছিলেন। গত ২০০৯ সালে জনৈক হাকিম একটি কট কবলা ভুয়া দলিল মূলে বাপ্পী লস্কর ও সালাম লস্করের নিকট প্রায় ১৬ শতাংশ জমি ওই দাগ খতিয়ানে বিক্রয় করেন। তারা প্রভাব খাটিয়ে জমিটি দখলের চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়।
এনিয়ে স্থানীয় কাউন্সিলর, সাবেক টঙ্গী পৌরসভার মেয়র আজমত উল্লা খান ও স্থানীয়এমপির মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়। পরে সমাধান না হওয়ায় বিষয়টি নিয়ে উভয় পক্ষ দফায় দফায় অভিযোগ ও মামলা মোকদ্দমার আশ্রয় নেন। এঘটনায় কোর্টে মামলা চলমান থাকা সত্ত্বেও প্রভাবশালী মহলের ছত্রছায়া ও প্রশাসনের সহযোগিতায় গত বৃহস্পতিবার দুপুর থেকে ওই ২৫.৩৩ জমির চার পাশে অবৈধভাবে বাউন্ডারী ওয়াল তৈরি করছে বাপ্পী লস্কর ও সালাম লস্করগং। এঘটনায়এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এব্যাপারে যোগাযোগ করা হলে বাপ্পীলস্কর বলেন, আমরাই জমির মালিক। সেজন্য চার পাশে বাউন্ডারী ওয়াল করছি।