রক্তচাপ আর কোলেস্টেরলের সঠিক চিকিৎসা করলে রক্তের চাপ আর কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিক হয়ে আসে। যখন চিকিৎসা চলে, সে সময় এই মাত্রা স্বাভাবিক দেখায়। কিন্তু স্বাভাবিক দেখাচ্ছে বলেই রক্তচাপ বা কোলেস্টেরলের ওষুধ বন্ধ করে দেওয়া যায় না। রক্তচাপের বিরুদ্ধে যেসব ওষুধ কাজ করে, রক্তচাপ নিয়ন্ত্রণ ছাড়াও হূদেরাগীদের জন্য সেগুলোর অনেক উপকারী ভূমিকা আছে। তাই অনেক হূদেরাগীকে সেসব ওষুধ প্রেসক্রাইব করা হয়, যদিও তাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ উদ্দেশ্য নয়। এই ওষুধগুলোর মাত্রা এমনভাবে স্থির করা হয় যে তাতে রক্তচাপ স্বাভাবিকের চেয়ে নিচে নেমে যায় না। হূদেরাগীদের রক্ত যেন সহজে ঘনীভূত হয়ে জমাট বাঁধতে না পারে, অনেক সময় এমন ওষুধ দেওয়া হয়। রক্ত জমাটরোধী ওষুধগুলোর কার্যকারিতা নিয়মিত রক্ত পরীক্ষা করে দেখতে হয়। রক্ত জমাটরোধী ওষুধ হঠাৎ বন্ধ করে দেওয়া যায় না। নিতান্তই বন্ধ করতে হলে চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে করতে হয়।