রঙ্গনা হেরাথের রেকর্ড

গল থেকে ক্রীড়া প্রতিবেদক : রঙ্গনা হেরাথের হাওয়ায় ভাসানো বল স্লগ খেললেন লিটন কুমার দাস। দলের বিপর্যয়ে দারুণ ব্যাট করতে থাকা লিটন হঠাৎ খেললেন বাজে এক শট। ফলাফল নিজের উইকেট উপহার দিলেন শ্রীলঙ্কান বাঁহাতি স্পিনারকে।

লিটনকে ফিরিয়ে টেস্ট ক্রিকেটে ৩৬৩ উইকেটের স্বাদ পান হেরাথ, গড়েন রেকর্ড। বাঁহাতি স্পিনার হিসেবে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড এখন হেরাথের। তিনি ছাড়িয়ে গেছেন ড্যানিয়েল ভেট্টোরিকে। প্রাক্তন কিউই বাঁহাতি স্পিনার ১১৩ টেস্টে নিয়েছিলেন ৩৬২ উইকেট।

বাংলাদেশের সাকিব আল হাসান এই তালিকার সপ্তম স্থানে জায়গা করে নিয়েছেন। ৪৮ ম্যাচে সাকিবের উইকেট ১৭০টি। পেস-স্পিন মিলিয়ে বাঁহাতি বোলারদের মধ্যে রঙ্গনা হেরাথের ওপরে আছেন কেবল ওয়াসিম আকরাম। কিং অব সুইং বল হাতে জাদু ছড়িয়ে নিয়েছেন ৪১৪ উইকেট।

লিটনের উইকেটের পর আরো ৩ উইকেট নেন লঙ্কান অধিনায়ক। বাংলাদেশের বিপক্ষে গলে প্রথম ইনিংসে ৩টি ও দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়েছেন ৭৯ টেস্ট খেলা হেরাথ। একাই ৯ উইকেট নিয়ে হেরাথ নিজের ঘূর্ণি জাদুর কারিশমা দেখিয়েছেন।