রণবীরের চোখে চুমুতে সেরা দীপিকা

বিনোদন ডেস্ক : বলিউডের আলোচিত জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। রিল লাইফে রোমান্সের পাশাপাশি রিয়েল লাইফেও তাদের প্রেমের গুঞ্জন শোনা যায়। দীর্ঘদিন ধরেই বলিপাড়ায় চলছে তাদের প্রেমের চর্চা। যদিও প্রেমের সম্পর্ক নিয়ে বরাবরই নীরব এ জুটি। তবে মাঝে মাঝে একে অন্যকে নিয়ে এ ‍জুটির মন্তব্য তাদের প্রেমের গুঞ্জনে নতুন করে হাওয়া দেয়।

সম্প্রতি এমনি এক মন্তব্য করেছেন রণবীর সিং। তিনি জানিয়েছেন, তার কাছে চুমুতে সেরা দীপিকা পাড়ুকোন। একটি টক শোতে এমনটা বলেছেন বাজিরাও মাস্তানিখ্যাত এ অভিনেতা।

অভিনেতা নেহা ধুপিয়ার টক শো ‘নো ফিলটার উইথ নেহা’। অনুষ্ঠানটির দ্বিতীয় সিজন নিয়ে হাজির হয়েছেন তিনি। এ শোয়ে উপস্থিত হয়েছিলেন রণবীর। অনুষ্ঠানে এ অভিনেতার কাছে জানতে চাওয়া হয়, কাকে তিনি চুমুতে সেরা মনে করেন।

রণবীর সিং বলেন, “আমি মনে করি দীপিকা পাড়ুকোন চুমুতে সেরা। আপনি কি ‘অঙ্গ লাগা দে রে, মুঝে রঙ লাগা দে রে’ (রাম লীলা সিনেমার) গানটি দেখেননি।”

সঞ্জয় লীলা বানসালি পরিচালিত পরবর্তী সিনেমা পদ্মাবতী। এতে অভিনয় করছেন রণবীর-দীপিকা। সিনেমাটিতে রানি পদ্মাবতীর চরিত্রে দেখা যাবে দীপিকাকে। অন্যদিকে আলাউদ্দিন খিলজির চরিত্রে অভিনয় করছেন রণবীর সিং। এছাড়া রাজা রাওয়াল রতন সিংয়ের ভূমিকায় দেখা যাবে শহিদ কাপুরকে। চলতি বছরের শেষের দিকে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।