বিনোদন ডেস্ক : খুব শিগগিরই বলিউডে পা রাখতে চলেছেন সাইফ আলী খান ও অমৃতা সিং দম্পতির মেয়ে সারা আলী খান। শোনা যাচ্ছে, করন জোহরের একটি সিনেমায় অভিষেক হচ্ছে সারার।
এর আগে শোনা গিয়েছিল, গুল্লি বয় সিনেমায় রণবীর সিংয়ের নায়িকা হিসেবে সারাকে নিতে চেয়েছিলেন নির্মাতা জয়া আখতার। কিন্তু এই সিনেমাটিতে এখন আলিয়া ভাট অভিনয় করবেন।
সারার অভিষেক নিয়ে অনেক জল ঘোলা হলেও শেষ পর্যন্ত সাইফ আলী খান একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, করন জোহরের সিনেমাতেই শেষ পর্যন্ত অভিষেক হচ্ছে সারার। কিন্তু অন্য কোনো নায়কের চেয়ে নাকি রণবীর সিংয়ের সঙ্গে অভিনয়ে বেশি আগ্রহী সারা। এ অভিনেতার অভিষেকের পর থেকেই তার ভক্ত সাইফ কন্যা।
একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘সারা আলী খান চান রণবীর সিংয়ের সঙ্গে তার অভিষেক হোক। তিনি রণবীরের ভক্ত এবং মনে করেন পর্দায় তাদের দুজনকে বেশ মানাবে। তার প্রথম সিনেমা দেখার পর থেকেই তিনি এ অভিনেতার ভক্ত। কিন্তু করন জোহরের সিনেমার মাধ্যমে তার অভিষেক হচ্ছে। রণবীর সিংয়ের সঙ্গে অভিষেক হতে হলে সারাকে যশ রাজ ফিল্মসের সিনেমায় অভিনয় করতে হবে।’