রণবীর-কারিনাদের পার্টি সিক্রেট

বিনোদন ডেস্ক : বলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কাপুর পরিবার। যুগ যুগ ধরে এ পরিবারের সদস্যরা বলিউড সমৃদ্ধ করেছেন। অভিনয় গুণে জিতেছেন তারকাখ্যাতি। বিভিন্ন কারণে সব সময়ই খবরে থাকেন এদের কেউ না কেউ। আর যখন পুরো কাপুর খানদান একসঙ্গে কোনো পার্টি করেন তা হয়ে ওঠে তারকাখচিত একটি পার্টি।

কাপুর খানদানের পার্টিতে কী হয়? তারা কী বিষয়ে আলাপ-আলোচনা করেন তা নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। আজ ১৫ ফেব্রুয়ারি কারিনার বাবা রণধীর কাপুরের ৭০তম জন্মদিন। এ অভিনেতার জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন কাপুর পরিবারের সদস্যরা। জন্মদিন উপলক্ষে ভারতীয় একটি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে কাপুর পরিবারের পার্টিতে কী হয় তা জানিয়েছেন তিনি।

রণধীর কাপুর জানান, কাপুরদের পার্টিতে নারী, সেক্স, খারাপ কৌতুক থেকে শুরু করে সবকিছুই চলে। তিনি বলেন, ‘পার্টিতে আমরা পরস্পরের দুঃখ নিয়ে আলোচনা করি না। আমরা বলিউড ইন্ডাস্ট্রির কারো সম্পর্কে কথা বলি না এবং কারো পিছুও লাগি না। এমনকি কে কী করছেন তা নিয়েও আমরা মাথা ঘামাই না। আমরা আমাদের নিয়েই ব্যস্ত থাকি।’

কাপুর পরিবারের প্রবীণ ব্যক্তিরা পরবর্তী প্রজন্মের সদস্যদের সঙ্গে প্রেমের সম্পর্ক, বিয়ের পরিকল্পনা, সিনেমা এ বিষয়গুলো নিয়ে আলোচনা করেন কি না- এমন প্রশ্নের উত্তরে রণধীর কাপুর বলেন, ‘আমরা স্টক এক্সচেঞ্জের মতো। আমাদের পরিবারে কী ঘটছে আমরা সবই তা জানি। যেহেতু আমাদের ছেলেমেয়েদের পেশা একই, আমরা জানি তারা কীভাবে তাদের জায়গা করছে। কৌতুক করে আমরা তাদের গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, বিয়ে প্রভৃতি বিষয়ে আলোচনা করি কিন্তু তাদের ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করি না।’

তিনি আরো বলেন, ‘জীবনের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা প্রত্যেকেরই রয়েছে। আমরা একত্র আছি এবং সব সময়ই থাকব। কিন্তু অন্যের ব্যাপারে আমরা নাক গলাব না।’