রণবীর-দীপিকা ব্রেকআপের গুঞ্জন উড়িয়ে নৈশভোজে

বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। রুপালি পর্দা ছাড়াও ব্যক্তি জীবনে প্রেম ও বিচ্ছেদের কারণে নানা সময়ই আলোচনায় এসেছেন তারা। কয়েকদিন আগেও চাউর হয়, রণবীর-দীপিকার প্রেমের বিচ্ছেদ হয়েছে। কিন্তু সেই গুঞ্জন উড়িয়ে নৈশ্যভোজে গেলেন এ জুটি।

১৮ আগস্ট রাতে একটি রেস্তোরাঁয় নৈশভোজে গিয়েছিলেন রণবীর-দীপিকা। সেখান থেকে ফেরার পথে ফটোসাংবাদিকদের ক্যামেরাবন্দি হন এ জুটি। বরাবরের মতোই দীপিকার ব্যাপারে রক্ষণাত্মক রণবীর। তিনি নিজে দীপিকাকে গাড়ি পর্যন্ত পৌঁছে দেন। পরবর্তীতে অন্য একটি গাড়িতে করে ওই স্থান ত্যাগ করেন রণবীর।

এর আগে একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, রণবীর সিং নাকি এখন অন্য কারো সঙ্গে ডেট করছেন। দীপিকার সঙ্গে সম্পর্ক ভাঙতেই, নতুন একটি সম্পর্কে জড়িয়েছেন তিনি। রণবীর নাকি অনেকদিন ধরেই দীপিকাকে বিয়ের জন্য তাগাদা দিচ্ছিলেন কিন্তু দীপিকা মোটেই সায় দেননি। দীপিকার মতে, বিয়ে করলে তার প্রভাব ক্যারিয়ারের ওপর পড়বে। আর দীপিকার কাছে ক্যারিয়ারই প্রথম। আর তারপরই নাকি সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নেন রণবীর