
বিনোদন ডেস্ক : ঋষি কাপুর ও নীতু কাপুরের ছেলে রণবীর কাপুর। বলিউডের কাঙ্ক্ষিত ব্যাচেলরদের মধ্যে তিনি একজন। সিনেমার পাশাপাশি ব্যক্তি জীবনে প্রেম ও বিয়ে নিয়ে প্রায়ই খবরে আসেন তিনি।
সাওয়ারিয়া সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন রণবীর। সিনেমায় তার সহ-অভিনেত্রী সোনম কাপুরের সঙ্গে তখন তার প্রেমের গুঞ্জন শোনা যায়। এরপর দীপিকা পাড়ুকোনের সঙ্গে প্রেম করেছেন এ অভিনেতা। দীপিকার সঙ্গে ব্রেকআপের পর ক্যাটরিনা কাইফের প্রেমে মজেছিলেন তিনি। প্রায় সাত বছর প্রেম করার পর গত বছর জানুয়ারিতে ব্রেকআপ হয় এ জুটির। এগুলো সবই এখন অতীত।
এদিকে কিছুদিন আগে শোনা যায় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন রণবীর কাপুর। মায়ের পছন্দের মেয়েকে বিয়ে করছেন তিনি। এ জন্য মায়ের সঙ্গে লন্ডনে পাত্রীও দেখতে গিয়েছিলেন এ অভিনেতা। এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেছিলেন, ‘লন্ডন যাওয়ার কারণ এ অভিনেতার (রণবীর কাপুর) বিয়ের জন্য লন্ডনের এক অভিজাত পরিবারের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে হতে পারে। যদিও এখনো কিছুই চূড়ান্ত হয়নি। সময় হলেই সব জানা যাবে।’
এরপর রণবীরের পরিবারের ঘনিষ্ঠ এক বন্ধু সংবাদমাধ্যমে বলেন, ‘রণবীরের মা প্রায় গুরুত্বহীনভাবেই তাকে বলেছিলেন, তাদের পছন্দের মেয়েকে বিয়ে করতে হবে। রণবীর এ কথায় রাজি হয়ে তাদের অবাক করে দিয়েছেন।’
এবার ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, রণবীর নাকি সকল গুঞ্জন উড়িয়ে দিয়ে জানিয়েছেন বাবা-মার পছন্দের পাত্রীকে কখনোই বিয়ে করবেন না তিনি। এ অভিনেতার ঘনিষ্ঠ একজনের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ‘রণবীর চান না বাবা-মা তার জন্য পাত্রী খুঁজবে। তিনি যখনই বিয়ে করুক এবং যাকেই বিয়ে করুক এটা সম্পূর্ণ তার পছন্দ মতো হবে। এটা সম্পূর্ণ প্রেমের বিয়ে হবে।’
বর্তমানে জাগ্গা জাসুস সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত রয়েছেন রণবীর। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ। সিনেমাটি পরিচালনা করছেন অনুরাগ বসু। আগামী ১৪ জুলাই মুক্তি পাবে সিনেমাটি। পাশাপাশি সঞ্জয় দত্তের বায়োপিকের শুটিং করছেন রণবীর। এছাড়া আলিয়া ভাটের সঙ্গে ড্রাগন সিনেমায় দেখা যাবে তাকে।