রপ্তানির জন্য অগ্রাধিকার খাত হিসেবে আইসিটিকে বেছে নেওয়া

জ্যেষ্ঠ প্রতিবেদক : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, রপ্তানির জন্য অগ্রাধিকার খাত হিসেবে আইসিটিকে বেছে নেওয়া হয়েছে। সরকার এ খাতের রপ্তানিতে নগদ অর্থ সহায়তা দেবে।

শুক্রবার রাজধানীর বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে সরকারের আইসিটি ডিভিশন আয়োজিত তিন দিনব্যাপী ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬’- এর শেষদিনে “দি রোড টু ফাইভ বিলিয়ন আইসিটি এক্সপোর্ট বাই ২০২১”- শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে আইসিটি রপ্তানি ৫ বিলিয়ন মার্কিন ডলারে বৃদ্ধি করা সম্ভব। তখন এ খাতে ২০ লাখ কর্মসংস্থান সৃষ্টি হবে।

তিনি আরো বলেন, সরকারের ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং রপ্তানি পণ্য সংখ্যা বৃদ্ধি করার কথা বলা হয়েছে। সে মোতাবেক কাজ করে যাচ্ছে সরকার। নতুন করে যেসব পণ্য রপ্তানিতে উৎসাহ প্রদান করা হচ্ছে, তার মধ্যে আইসিটি অন্যতম।

আইসিটি রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনে সবধরনের সহযোগিতার কথা উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, সেদিন বেশি দূরে নয় যেদিন আইসিটি খাতের রপ্তানি তৈরি পোশাক খাতকে ছাড়িয়ে যাবে। দেশের নতুন প্রজন্ম আমাদের ভবিষ্যৎ। প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়-এর জন্য আমরা গর্বিত। তার নেতৃত্বে বাংলাদেশ আজ ডিজিটাল হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ এবং মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছিলেন। আজ তার দেওয়া প্রতিশ্রুতি সফল, স্বপ্ন নয়।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর সভাপতি মোস্তফা জব্বারের সঞ্চালনায় সেমিনারে মূল নিবন্ধ উপস্থাপন করেন নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. রোকনুজ্জামান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আইসিটি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, গেস্ট অফ অনার বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম, আইসিটি বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার প্রমুখ।