
রমজানের আগে ভোজ্যতেলের দাম বাড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বুধবার (২ মার্চ) সচিবালয়ে সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, রোজার আগে দেশের বাজারে ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না।
আরেক দফা তেলের দাম বাড়াতে ব্যবসায়ীদের দাবি সত্ত্বেও সরকার শক্ত অবস্থানে রয়েছে।
এসময় মন্ত্রী বলেন, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সরকারের হাত থেকে কারও হাত বড় নয়।