ইসলাম ডেস্কঃ করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আসন্ন রমজান মাসে জমায়েত না হয়ে নামাজ পড়ার আহ্বান জানিয়েছে সৌদি আরব। সারা বিশ্বের মুসলিমদের প্রতি দেশটির আলেমদের কাউন্সিল এই আহ্বান জানিয়েছে।
রোববার (১৯ এপ্রিল) সৌদি প্রেস এজেন্সির খবরে উল্লেখ বলা হয়, সৌদির আলেম কাউন্সিল জানিয়েছে, রমজানে এক সঙ্গে জমায়েত হয়ে নামাজ পড়লে করোনা ভাইরাসের সংক্রমণ আরো বাড়তে পারে। সে কারণে জমায়েত না হয়ে নামাজ পড়ার আহ্বান জানিয়েছে কাউন্সিল।
উল্লেখ্য, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মক্কা ও মদিনায় অবস্থিত মুসলিমদের শীর্ষ দুই পবিত্র মসজিদেও জমায়েত নিষিদ্ধ করেছে সৌদি আরব সরকার।