
নিজস্ব প্রতিবেদক : ব্যবসায়ীদের উদ্দেশ্যে মেয়র বলেন, দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যেতে ব্যবসায়ীদের অবদান অপরিসীম। দেশের পাশাপাশি জনগণের কথাও চিন্তা করতে হবে। রমজানে কম লাভ করে নিত্য পণ্যের মূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখুন।
তিনি বলেন, পবিত্র রমজানে কোনো বার বা ক্লাবে মদ ও জুয়ার অবৈধ আসর বসলে কঠোর হস্তে দমন করা হবে। বার-ক্লাবের মালিকরা যতো প্রভাবশালী হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না।
এ সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (ড.) শেখ সালাহউদ্দিন, বাংলাদেশ রেস্টুরেন্ট অ্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি খন্দকার রুহুল আমিন, ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকিসহ ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, রমজানে যারা ভেজাল ইফতারি বিক্রি করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার দুপুরে রাজধানীর নগরভবনের মেয়র মোহাম্মদ হানিফ অডিটরিয়ামে ‘আসন্ন রমজানের পবিত্রতা রক্ষা ও স্বাস্থ্য সম্মত খাবার’ বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় ব্যবসায়ী-সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সাঈদ খোকন বলেন, পয়লা রমজান থেকে পুরোমাস ডিএসসিসি ভেজালবিরোধী অভিযান চলবে। খাদ্যে ভেজাল দিলে বা দ্রব্যমূল্য নিয়ে কারসাজি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, বর্তমানে ফলের মৌসুম চলছে। আবার অনেকেই ফল ছাড়া ইফতারি করেন না। ফল খেয়ে শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। আপনারা (ফল ব্যবসায়ীরা) ব্যবসা করবেন কিন্তু সাধারণ মানুষের জীবন নিয়ে খেলবেন ডিএসসিসি এটা বরদাশত করবে না। পুরোমাস ভেজালবিরোধী অভিযান চালাবে।